মোঃ সুমন মিয়া:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শৈলজানী আলিম মাদ্রাসা প্রাঙ্গণে (০৭ অক্টোবর) মঙ্গলবার বিকাল ০৩.৩০ ঘটিকায় ২য় সেমিফাইনাল ফুটবল প্রিমিয়ার লীগ খেলা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্ডিপাশা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসাইনের সভাপতিত্বে এবং চন্ডিপাশা ইউনিয়ন শাখার সহ-সভাপতি সৈয়দ লুৎফর রহমান বকুলের উদ্বোধনে চন্ডিপাশা চরপাড়া আশার আলো ফুটবল একাদশ বনাম কয়ারখালী ফুটবল একাদশ এর অংশ গ্রহণের মাধ্যমে খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯নং চন্ডিপাশা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ নুরুল্লাহ আনসারি।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে চন্ডিপাশা ইউনিয়ন শাখার অফিস ও পাঠাগার সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ সম্পাদক মোঃ এ. জামান, শৈলজানী ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোঃ মাছুম আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্ডিপাশা ইউনিয়ন শাখার পেশাজীবি সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শৈলজানী এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় খেলায় ১ম পুরস্কার হিসেবে ছিল স্মার্ট ফোন, আর ২য় পুরস্কার হিসেবে মোবাইল ফোন।
Facebook Comments Box

