ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

দেশের উন্নয়নে সকলের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে: ডিসি মুফিদুল আলম

প্রতিবেদক
Daily Somor Diganta
অক্টোবর ১৯, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধি:

জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এবার এই দেশটাকে উন্নয়ন করতে সকলের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে। তিনি বলেন, বৈষম্যহীনভাবে সমাজকে এগিয়ে নিতে সকলে চেষ্টা চালাতে হবে। তবেই দেশের উন্নয়ন এগিয়ে যাবে।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে দপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় জানানো হয়, অবৈধ ও লাইসেন্সবিহীন হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। পাশাপাশি লাইসেন্স নবায়ন কার্যক্রমও চলছে।

সভায় সড়ক ও জনপথ বিভাগ জানায়, ময়মনসিংহ-ফুলপুর-শেরপুর সড়কে দুর্ঘটনা প্রবণ স্থানগুলোতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়েছে এবং প্রয়োজনীয় স্থানে ইউটার্ন ও রাস্তা সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে।

গণপূর্ত অধিদপ্তর জানায়, মডেল মসজিদগুলোর অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে তাগিদ দেওয়া হয়েছে এবং হস্তান্তরিত মসজিদগুলোর ক্রুটি সংস্কারের কাজ চলছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, জেলার উন্নয়নে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন দপ্তরের প্রধান ও গণমাধ্যম কর্মীরা।

Facebook Comments Box