ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ জামায়াতে ইসলামী বুরুদিয়া ইউনিয়ন যুব বিভাগের কমিটি গঠিত

প্রতিবেদক
Daily Somor Diganta
অক্টোবর ১৯, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের কমিটি গঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সভাপতি হিসেবে আলী আসগর এবং সেক্রেটারি হিসেবে কাউছার ভূঞা এর নাম ঘোষণা করা হয়েছে।

আলী আসগর দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে ইসলামী আদর্শ প্রচারে নিবেদিতভাবে কাজ করে আসছেন। তিনি পূর্বে বিভিন্ন দায়িত্বে থেকে সততা, নিষ্ঠা ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন। সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে তাঁর ভূমিকা সর্বমহলে প্রশংসিত।

একইভাবে কাউছার ভূঞা একজন তরুণ, উদ্যমী ও দায়িত্বশীল সংগঠক হিসেবে পরিচিত। যুব সমাজকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করতে ও সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান প্রশংসনীয়।

নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে অভিনন্দন জানিয়ে স্থানীয় জামায়াত ও যুব বিভাগের নেতৃবৃন্দ বলেছেন, তাঁদের নেতৃত্বে বুরুদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগ আরও সংগঠিত ও গতিশীল হবে, ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালার নিকট দোয়া করছি— তিনি যেন নবনির্বাচিত সভাপতি আলী আসগর ও সেক্রেটারি কাউছার ভূঞাকে দায়িত্ব সঠিকভাবে পালন করার তাওফিক দান করেন এবং ইসলামী সমাজ বিনির্মাণে তাঁদের প্রচেষ্টা কবুল করেন।

Facebook Comments Box