নিজস্ব প্রতিবেদক:
বুধবার (২২ অক্টোবর) “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি ও পরবর্তী সময়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক (যুগ্মসচিব) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, পরিবহন মালিক ও শ্রমিকসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, ট্রাফিক আইন মেনে চলা, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
Facebook Comments Box

