ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: বিদায়ী সংবর্ধনায় প্রধান শিক্ষক

প্রতিবেদক
Daily Somor Diganta
অক্টোবর ৩১, ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ স্বপন বেপারী, লৌহজং সংবাদদাতা:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়শা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে ঘরোয়া পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষিকা ও কর্মচারীরা প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলামের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করেন এবং তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিদায়ী শিক্ষকও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করেন।

এরপর ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবুল কাশেম খানের নিজস্ব উদ্যোগে বিদ্যালয় থেকে অবসর নেয়া আরোও ছয়জন শিক্ষক কে ক্রেস্ট ও মানপত্র দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা প্রাপ্তরা হলেন- বাবু মনোরঞ্জন সেন, মো. আবুল হোসেন খান, মো. দেলোয়ার হোসেন খান, বাবু মুকুল চন্দ্র পাল, মো. ইসমাইল হোসেন ও বাবু বিধু ভুষণ মন্ডল।

প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৯৯২ সালে ২১ মার্চ শিক্ষকতা শুরু করেন এরপর ২০১৩ সালে ১লা অক্টোবর পয়শা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বিদ্যালয়ে দীর্ঘদিন সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তার অবসরে শিক্ষক সমাজ ও শিক্ষার্থীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box