স্টাফ রিপোর্টার:
এমপি ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট এর অন্তর্ভুক্ত বৃহৎ সংগঠন ‘বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম’র কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) যশোদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ফরিদ উদ্দিন-কে সভাপতি, চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ওয়ালীউল্লাহ-কে সাধারণ সম্পাদক এবং হয়বতনগর এ.ইউ কামিল মাদ্রাসার প্রভাষক নাজিরুল ইসলাম-কে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

কমিটিতে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরির প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়। জেলা সভাপতি মাজহারুল আলম ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ এ কমিটি অনুমোদন করেন। এসময় শিক্ষকদের কল্যাণে কাজ করার জন্য নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রত্যয় ব্যক্ত করেন।

