
আব্দুল্লাহ আল আনসারী, কটিয়াদি (বনগ্রাম) প্রতিনিধি:
বুধবার (৫ নভেম্বর) কটিয়াদী উপজেলার ঐতিহাসিক সহশ্রাম খেলার মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির অধ্যাপক মুজাম্মেল হক জোয়াদ্দার এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম এঁর মতবিনিময় হয়।
ওয়াজ মাহফিলের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আলোচিত বিষয়গুলো নিয়ে দুই বিশিষ্ট নেতা মতবিনিময় করেন। এতে ধর্মীয় শিক্ষা, সমাজকল্যাণ ও স্থানীয় উন্নয়নমূলক বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এই ওয়াজ মাহফিল কটিয়াদীবাসীর মধ্যে উন্মুক্ত জনসংযোগ ও শিক্ষামূলক বার্তা পৌঁছে দেয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে প্রতিফলিত হয়েছে।