ফাহিম আহম্মদ, বাজিতপুর সংবাদদাতা:
বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার পক্ষে কর্মী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলীর নেতৃত্বে মাইজচরের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়।
পরে সকাল ১২টায় আইনারগোপ গ্রামের পারকচুয়া এলাকায় এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাইজচর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সভাপতি মেহেদী হাসান আলাল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ রমজান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাংবাদিক শামসুল আলম সেলিম, বাজিতপুর উপজেলা আমীর ডা. ইয়াকুত আলী, জেলা অমুসলিম শাখার সেক্রেটারি বাবু কৃষ্ণ চন্দ্র বসাক, উপজেলা সেক্রেটারি মাওলানা ডা. মোবারক উল্লাহ, কর্মপরিষদ সদস্য রুবেল খান, গাজিরচর ইউনিয়ন সভাপতি কাজী আব্দুল কাইয়ুম, হুমাইপুর ইউনিয়ন সভাপতি লেয়াকত আলী খান, মাইজচর ইউনিয়ন সভাপতি হাজী আনোয়ার ও ২নং ওয়ার্ড সভাপতি সুজন মিয়া প্রমুখ।

