কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে কটিয়াদী বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছালাহ উদ্দিন ভূইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম, ফেকামার কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম বিপ্লব, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক জোয়ারদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ, গাউছিয়া রাহমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়া এবং আবুল ফজল আনার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার প্রমুখ।

