
কটিয়াদি প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে সুজনের (সু-শাসনের জন্য নাগরিক) কটিয়াদী উপজেলা শাখার আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কটিয়াদী রিপোর্টার্স ইউনিটিতে সুজনের কটিয়াদী উপজেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মো. হারুন অর রশিদের সভাপতিত্বে সদস্য সচিব প্রভাষক ধ্রুব রঞ্জন দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল হায়দার টিটু, ডা. শামীম ভুঁইয়া, সাংবাদিক মাইনুল হক মেনু, সাংবাদিক মাসুম পাঠান, সাংবাদিক ছাইদুর রহমান নাঈম, ক্রীড়া সংগঠক আহসান হাবীব সাধু, সাংবাদিক মো. খায়রুল ইসলাম, কটিয়াদী নজরুল একাডেমীর সহ-সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, কটিয়াদী নজরুল একাডেমীর সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও সাংবাদিক মো. মিজানুর রহমান প্রমুখ।