
আব্দুল্লাহ আল আনসারী (বনগ্রাম) প্রতিনিধি:
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল ১নং বনগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঘিলাকান্দি গ্রামে হিন্দু সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।

উক্ত বৈঠকে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে তাদের সামাজিক ও স্থানীয় নানা সমস্যার কথা তুলে ধরেন। শফিকুল ইসলাম মোড়ল মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে আন্তরিকভাবে পাশে থাকার আশ্বাস দেন।
বৈঠক শেষে তিনি বলেন, “আমরা সবাই এক সমাজের মানুষ— ধর্ম, জাতি বা রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ ও এলাকার উন্নয়নেই আমাদের লক্ষ্য।”
হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাঁর আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধে মুগ্ধ হয়ে ধন্যবাদ জানান।