
শফিকুল ইসলাম শামীম, স্টাফ রিপোর্টার:
পাকুন্দিয়া উপজেলার ১নং জাঙ্গালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিশ্বনাথপুর সালেমিয়া দাখিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গণ দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া–কটিয়াদী) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল।
সমাবেশে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলার সাবেক সভাপতি ও ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির পাকুন্দিয়া উপজেলার সাবেক সভাপতি মাওলানা মিজানুর রহমান, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক সভাপতি সারোয়ার হোসেন (সেলিম), জাঙ্গালিয়া ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবুল খায়েরসহ জাঙ্গালিয়া ইউনিয়নের অন্যান্য দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।