
বাজিতপুর প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলী-বাজিতপুর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকধারী প্রার্থী ও জননেতা অধ্যাপক মোঃ রমজান আলীর ব্যক্তিগত প্রচেষ্টায় বলিয়ারদী ইউনিয়নের কামিয়ারবালি গ্রামে ঘোড়াউত্রা নদীর ভয়াবহ ভাঙন রোধে ৮০০০ জিও ব্যাগ বিতরণ করা হয়েছে।
ঘোড়াউত্রা নদীর অব্যাহত ভাঙনে কামিয়ারবালি গ্রামের বেশ কয়েকটি পরিবার বসতভিটা ও কৃষিজমি হারানোর ঝুঁকিতে পড়েছিল। এ পরিস্থিতিতে অধ্যাপক মোঃ রমজান আলী নিজ উদ্যোগে নদী তীর সংরক্ষণের জন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ৮০০০ জিও ব্যাগ সরবরাহের ব্যবস্থা করেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, এই জিও ব্যাগগুলো ইতোমধ্যে নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় ফেলা হচ্ছে, যা ভাঙন রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অধ্যাপক মোঃ রমজান আলী বলেন, “এলাকার মানুষের নিরাপত্তা ও জীবিকা রক্ষায় আমি সবসময় পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। এই নদীভাঙন প্রতিরোধ কার্যক্রমের মাধ্যমে অনেক পরিবার নিরাপদে থাকতে পারবে—এটাই আমার প্রাপ্তি।”
স্থানীয়রা তাঁর এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের জনমুখী পদক্ষেপ এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব।