শফিকুল ইসলাম শামীম, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জাঙ্গালিয়া ইউনিয়ন ও পাকুন্দিয়া পৌরসভার যৌথ উদ্যোগে নির্বাচনী ক্যাম্পেইন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলা অফিসে এ কর্মসূচি আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, মাওলানা মোঃ ইউসুফ, মাওলানা আজাহারুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আনম আব্দুল্লাহ মোমতাজ, পৌর আমীর মাওলানা নাজমুল হক, সেক্রেটারি মোজাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং শান্তিপূর্ণভাবে ভোটারদের কাছে নির্বাচনী বার্তা পৌঁছানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
সম্মেলনে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয় এবং সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এসময় স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

