নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জ জেলায় পাকুন্দিয়া উপজেলা হোসেন্দী পূর্বপাড়ার অষ্টম শ্রেণির শিক্ষার্থী শ্রাবণের উন্নত চিকিৎসার জন্য সংগৃহীত ৩ লক্ষ ৫৭ হাজার ২ শত ৩০ টাকা তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মানবিক মানুষ কিশোরগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন ও হাসান ইংলিশ একাডেমির পরিচালক মেহেদী হাসান রায়হান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন।
শ্রাবণের বাবা একজন চা বিক্রেতা। সম্প্রতি স্থানীয় মসজিদের কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে শ্রাবণের পা ভেঙে যায়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। ধর্মপরায়ণ এই কিশোর নিয়মিত নামাজ আদায় করে স্থানীয়ভাবে পরিচিতি লাভ করেছে। শ্রাবণ টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায় করে ক্রেস্ট পুরস্কার পেয়েছিল।
অর্থ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত সবাই শ্রাবণের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সহায়তায় এগিয়ে আসা সকল দাতা, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিবারের পক্ষ থেকে শ্রাবণের চিকিৎসায় সহযোগিতা করা সকলের প্রতি ধন্যবাদ জানানো হয় এবং দোয়া কামনা করা হয় যাতে সে দ্রুত আরোগ্য লাভ করে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

