
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত Social Investment Program for Mother and Child Benefit Program (SIMCBP) প্রকল্পের আওতায় ‘মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪’ বিষয়ক পৌরসভা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে রোববার (১০ নভেম্বর) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপপ্রকল্প পরিচালক ড. জীবুন নাহার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর কিশোরগঞ্জের উপপরিচালক মোঃ মামুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত প্রমুখ।
প্রশিক্ষণে পৌরসভা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, মাঠ পর্যায়ের কর্মী ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মা ও শিশু সহায়তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া, তথ্য যাচাই ও অনলাইন ডেটাবেইস ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।