সময় দিগন্ত ডেস্ক:
কিশোরগঞ্জ জেলায় কটিয়াদি উপজেলার আচমিতা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একই পরিবারের চারজনসহ স্থানীয় বেশ কয়েকজন প্রতিবন্ধীর মাঝে উপহার সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রোববার বিকেলে এ অনুদান প্রদান করেন গণমানুষের নেতা ও বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন। তিনি ব্যক্তিগত উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করেন এবং উপস্থিত সকলের খোঁজখবর নেন।
অনুদান বিতরণ অনুষ্ঠানে অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আঃ হান্নান ও স্থানীয় দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপহার পাওয়া পরিবারগুলো এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

