কটিয়াদি প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পূর্বচর আজিম উদ্দিন বালিকা দাখিল মাদ্রাসায় শনিবার (১৫ নভেম্বর) এক বর্ণাঢ্য মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সুপার মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার। বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সমাজসেবক ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রহমত আলী আকন্দ, অত্র মাদ্রাসার সাবেক সভাপতি সালাউদ্দিন নবাব, শিক্ষানুরাগী মাহতাব উদ্দিন মাস্টার, শিক্ষানুরাগী আব্দুল মোতালিব মাস্টার, সমাজসেবক ও ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুল কাদির ও জালাল উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থী, শিক্ষক ও কমিটির সদস্যদের সমন্বিত প্রচেষ্টাই শিক্ষা উন্নয়নের মূল চাবিকাঠি। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে মাদ্রাসার শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি, পাঠদানে আধুনিক পদ্ধতির ব্যবহার, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং মাদ্রাসার শিক্ষা পরিবেশ উন্নতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় উপস্থিত অভিভাবকরা এ ধরনের ফলপ্রসূ অনুষ্ঠান নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

