সাইফুল ইসলাম শান্ত, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন এগারোসিন্দুর ইউনিয়নে এক বৃদ্ধা মহিলাকে ‘এগারোসিন্দুর ইউনিয়ন উন্নয়ন ফোরাম’র উদ্যোগে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন এগারোসিন্দুর ইউনিয়ন উন্নয়ন ফোরামের পরিচালক ও কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী এবং জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত এগারোসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফকির মাহবুবুল আলম।
এছাড়াও পাকুন্দিয়া উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত, উন্নয়ন ফোরামের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম রানা, উপদেষ্টা মাওলানা আহমদ আলী, মাওলানা আবু বাক্কার সিদ্দিক।
পরিচালক ফকির মাহবুবুল আলম বলেন, ভবিষ্যতে সকল অভাবগ্রস্ত ও দুঃস্থ অসহায়দের পাশে থাকবো ইনশাআল্লাহ। এমন কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় মাওলানা আহমদ আলী সকল অসহায় মানুষের জন্য দোয়া করেন এবং যেকোনো সমস্যার কথা উন্নয়ন ফোরামে তুলে ধরার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানান।

