বদরুজ্জামান রুবেল, কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জ সদর উপজেলার ১০নং কর্শাকড়িয়াইল ইউনিয়ন কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা নায়েবে আমীর মোঃ নূর উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় তিনি আগামীতে বাংলাদেশকে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।
Facebook Comments Box

