
সময় দিগন্ত ডেস্ক:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদর বাজার বণিক সমিতির উদ্যোগে ব্যবসায়ীগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর ২০২৫) বিকেলে পাকুন্দিয়া বাজার বণিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদি পাকুন্দিয়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন। সভার সভাপতিত্ব করেন পাকুন্দিয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান (দুলাল)।
মতবিনিময় সভায় বণিকদের সমস্যা–সমাধান, বাজারের শৃঙ্খলা রক্ষা, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি ও সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনাব মোঃ আব্দুল হাকিম। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মোঃ রাকিবুল হাসান (রাসেল)।
সভায় বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন এবং তারা বাজার ব্যবস্থাপনা উন্নয়নের বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। বক্তারা ব্যবসায়ী ও প্রশাসনের সমন্বয়ে একটি সুসংগঠিত ও নিরাপদ বাজার গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।