মোঃ গোলাম আযম আছলাম, পিরোজপুর জেলা সংবাদদাতা:
নেছারাবাদ উপজেলায় হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন পিরোজপুর-২ আসনের বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী। গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নেছারাবাদ উপজেলা বিএনপি’র নির্বাচনী কার্যালয়ের হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ও ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন। সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, আপনারা সংখ্যালঘু হবেন কেন, আপনারা সবাই বাংলাদেশী। আমরা সবাই এ দেশের নাগরিক, এটাই আমাদের বড় পরিচয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাঁচবে, এটাই আমাদের অঙ্গীকার।
তিনি আরও বলেন, নেছারাবাদ অঞ্চলের সকল মন্দির বা ধর্মীয় স্থাপনার উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। আপনারা যেসব সমস্যার কথা জানিয়েছেন সরকারি বরাদ্ধ না পেলেও নিজ উদ্যোগে সেগুলোর সমাধান করার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপি’র বর্তমান সভাপতি আলহাজ্ব কাজী কামাল। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্বরূপকাঠী পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মইনুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ সিকদার, বিএনপি নেতা কাজী মো. মুকিম হোসেন, বাবু খোকন লাল সাহা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মন্দির কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ। সভাপতিত্ব করেন স্বরূপকাঠী কেন্দ্রীয় মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি বাবু উৎপল সমদ্দার এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক বাবু মানিক লাল দত্ত।
তবে হিন্দু নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা চলাকালে তিন উপজেলার মনোনয়ন বঞ্চিত শীর্ষ নেতাদের কাউকে এ পর্যন্ত কোন সভা-সমাবেশে এক মঞ্চে আসতে পারেনি। বলা চলে এক প্রকার অধরাই থেকে যাচ্ছে আসনের শীর্ষ নেতারা। একই দিনে বিএনপি’র নমিনেশন বঞ্চিত মাহমুদুল হোসেনের সমর্থকরা ভান্ডারিয়াতে প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে। গুঞ্জন শোনা যাচ্ছে প্রার্থী পরিবর্তন না করা হলে মাহমুদ হোসেন স্বতন্ত্র নির্বাচন করবেন।
শীর্ষ নেতাদের বিচ্ছিন্ন থাকার প্রভাব কর্মীদের মাঝেও বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মী শীর্ষ নেতাদের এভাবে নিশ্চুপ থাকায় ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন যাকেই ধানের শীষের প্রতীক দেওয়া হয়েছে তার পক্ষে সকলের কাজ করা উচিত

