ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ১৯, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ গোলাম আযম আছলাম, ‎পিরোজপুর জেলা প্রতিনিধি:

গত ১৮ নভেম্বর মঙ্গলবার বাদ আসর পিরোজপুর জেলার  ইন্দুরকানি উপজেলায় ২জন সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে পিরোজপুর জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ -এর ব্যানারে টাউন ক্লাব রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন গাজী টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি নাইম তালুকদার, মনির চৌধুরী, নাসির উদ্দিন, সময় টিভির জেলা প্রতিনিধি জিয়াউল হক, সংগ্রামের জেলা সংবাদ দাতা সোহরাব হোসেন জুয়েল।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি নাসারুল্লাহ আল কাফি ও দৈনিক নাগরিক প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি আরিফ বিল্লাহ এর উপর সন্ত্রাসী হামলা হয়। মানববন্ধন থেকে হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উপস্থিত সাংবাদিকবৃন্দ।

‎বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন নির্বিঘ্ন করতে প্রসাশনের প্রতি জোর দাবি জানিয়েছেন। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা যাতে তাদের যথাযথ ভূমিকা পালন করতে পারে এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। বক্তারা আরও বলেন, সাংবাদিকরা কোন দলের নয়।

সাংবাদিকদেরকে সবসময় সঠিক কথাটি বলার সুযোগ করে দিতে হবে। আহত সাংবাদিকরা পিরোজপুর জেলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে । পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।

‎উল্লেখ্য, রোববার উপজেলার চন্ডিপুর এলাকায় সুপারি কেনাবেচা ও পরিবহন নিয়ে খবর সংগ্রহ করছিলেন ওই দুই সাংবাদিক। বিকেলে চন্ডিপুর ইউনিয়ন বিএনপির একটি সমাবেশ চলছিল। এসময় সাংবাদিকরা সুপারি ট্রাকে তোলা এবং বাজারসংক্রান্ত ভিডিও ধারণ করছিলেন। সমাবেশে উপস্থিতি কম থাকায় বিএনপির কিছু নেতাকর্মী মনে করে সাংবাদিকরা তাদের ফাঁকা চেয়ারের ছবি তুলছে এমন সন্দেহে তারা অতর্কিতভাবে দুই সাংবাদিকের ওপর হামলা চালায় এবং তাদের কাছে থাকা তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা অবনতি হলে রাতে দু’জনকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।

Facebook Comments Box