আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের নবাগত বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি বলেন, ময়মনসিংহ বিভাগকে একটি সুগঠিত, উন্নত ও সম্ভাবনাময় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।
বুধবার (১৯ নভেম্বর) বিকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগের বিশিষ্ট ব্যক্তিবর্গ/সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ শহিদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্বর বক্তব্যে এমন মন্তব্য ব্যক্ত করেন বিভাগীয় কমিশনার।
সভায় বিভাগীয় কমিশনার উপস্থিত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ আমাদের জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা সবাই মিলে এই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে চাই। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে পারলেই বাংলাদেশ আর কখনো অতীতের মতো পথ হারাবে না। আমাদের প্রবীণ যারা আছেন, তারা দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে আসছেন তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে দিশা দেখাবে, এটাই আমাদের প্রত্যাশা। একই সঙ্গে নবীন প্রজন্মের কাছ থেকেও আমি পরামর্শ ও গঠনমূলক সুপরামর্শ আশা করছি, কারণ তারাই আগামী দিনের শক্তি।
মতবিনিময় সভায় শহিদ পরিবার, আহত ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

