ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব: ডিসি সাইফুর রহমান

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ২০, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।তিনি বলেন জনগণের সর্বোচ্চ সেবা দেওয়াটাই প্রকৃত দেশপ্রেম। জনগণের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আমার সবার।

বুধবার (১৯শে নভেম্বর) জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আগে নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানকে ফুলেল শুভেচছায় বরণ করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের নেতৃত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা।

জেলা প্রশাসক বলেন, ‘জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। সঠিক সময়ে এবং দ্রুত সেবা নিশ্চিত করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জেলা ও উপজেলা পর্যায়ে ক্রয়, পরিকল্পনা ও বাস্তবায়নের সিদ্ধান্তকে বিকেন্দ্রীকরণ করেছে।

সরকারি প্রকল্পের অপব্যবহার কোনভাবে করা যাবে না। সরকার প্রকল্প নেওয়া মানুষের দুর্ভোগ লাঘব ও দুর্যোগের সময় বিপদগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য। ’
তিনি বলেন, ‘সরকারি আশ্রয়কেন্দ্রগুলো দুর্যোগের পাশাপাশি সারাবছর জনস্বার্থে ব্যবহার করার সুযোগ তৈরি করতে হবে। স্থানীয় প্রশাসনের তদারকিতে আশ্রয়ণ কেন্দ্রগুলোতে সাধারণ জনগণের জন্য কমিউনিটি সেন্টার এবং তরুণদের জন্য ইনডোর খেলাধুলার ব্যবস্থা করতে হবে।

সাইফুর রহমান বলেন, ‘বাংলাদেশ অত্যন্ত সমৃদ্ধ ও সম্পদশালী রাষ্ট্র। আমরা নিজদের সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারলে বিদেশি সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হবে না। ২৪ এর অভ্যুত্থান আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ দিয়েছে। আমরা এমন দেশ রেখে যেতে চাই ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদেরকে গর্ব ভরে স্মরণ করে।

এসনয় জেলা প্রশাসক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে। জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। জনগণকে সুষ্ঠুভাবে ভোট প্রদানের মুখ্য দায়িত্ব আপনাদেরকেই পালন করতে হবে।

এ সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম, ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক, ত্রিশাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহসহ জেলার অন্যান্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box