আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী এনডিসি বলেছেন, তিনি বিভাগের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ময়মনসিংহের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে কাজ করতে চান। দায়িত্বের প্রথম দিনেই পরিবেশ ও মানুষের আন্তরিকতা তাঁকে অনুপ্রাণিত করেছে উল্লেখ করে তিনি বলেন, কর্মজীবনে ময়মনসিংহ যেন তাঁর ‘বেস্ট স্টেশন’ হয়ে ওঠে এটাই তাঁর প্রত্যাশা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল১১টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ফারাহ্ শাম্মী এনডিসি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল ময়মনসিংহে কাজ করব। আল্লাহর রহমতে সেই সুযোগ পেয়েছি। প্রথম দিনেই ময়মনসিংহে ভালো লেগেছে। দোয়া করি, এই বিভাগটাই যেন আমার কর্মজীবনের সেরা কর্মস্থল হয়।তিনি আরও বলেন, আমি জনগণের জন্য কাজ করতে এসেছি। এই দায়িত্ব পালনে সাংবাদিক সমাজের সহযোগিতা আমার প্রয়োজন।
সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এই মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদসহ ময়মনসিংহে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার তার নতুন দায়িত্ব গ্রহণের পর ময়মনসিংহ বিভাগের সামগ্রিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি ও জনসেবায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন।তিনি সাংবাদিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা আশা করেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় ময়মনসিংহের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন। বিভাগীয় কমিশনার এসব মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং সকল সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করেন এবং সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, “ভয়হীন পরিবেশে পেশাগত দায়িত্ব পালনে সরকার সাংবাদিকদের সবধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর।” তিনি সার্বিক উন্নয়নের কাজে সাংবাদিকদের সমন্বিত অংশগ্রহণ এবং তথ্য সরবরাহের গুরুত্বও তুলে ধরেন।

