ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের সঠিক মূল্যায়ন ও বেতন-ভাতা নিশ্চিতের দাবি: গোলাম কিবরিয়া পলাশ

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ২২, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

সমর দিগন্ত ডেস্ক:

ময়মনসিংহ সহ সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা উপলক্ষে যখন লাখ লাখ টাকা ব্যয়ে জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম আয়োজন করছে, ঠিক তখনই সাংবাদিকদের প্রাপ্য সম্মান ও ন্যায্য সুবিধা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। আয়োজকদের অনেকেই অনুষ্ঠানকে সফল করতে ব্যয় করতে দ্বিধা করেন না। বিজ্ঞাপন, অতিথি আপ্যায়ন থেকে শুরু করে খাবার বিতরণ সবখানেই থাকে উচ্ছ্বাস ও খরচের জৌলুস।

কিন্তু paradox হলো, সেই অনুষ্ঠানগুলো দেশ-বিদেশে প্রচারের দায়িত্ব যাদের কাঁধে, সেই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় ভিন্ন আচরণ। বেশিরভাগ সময় আয়োজকদের পক্ষ থেকে ‘পকেট খরচ’ দিতে নানা টালবাহানা শুরু হয়, যা সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে।

অন্যদিকে সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার মালিকপক্ষ অনেক ক্ষেত্রেই সংবাদকর্মীদের ন্যায্য বেতন-ভাতা প্রদান করছে না। সরকারিভাবে সাংবাদিকরা পাচ্ছেন না কোনো বেতন বা স্থায়ী সুবিধা। ফলে পেশাদার সংবাদকর্মীদের জীবনযাপন প্রতিদিনই হয়ে উঠছে কঠিন। পরিবারের ব্যয়, প্রাত্যহিক প্রয়োজন, নিরাপত্তা, সবকিছুই যেন সাংবাদিকদের জন্য অনিশ্চয়তার আরেক নাম হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে কথা বলেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ। তিনি বলেন, আমরা সাংবাদিকরা দেশের জন্য কাজ করি, মানুষের কথা তুলে ধরি, সমস্যার সমাধানে সেতুবন্ধন তৈরি করি। কিন্তু নিজেরাই আজ অবহেলিত। সাংবাদিকদের সঠিক মূল্যায়ন নিশ্চিত করা জরুরি। নিয়মিত বেতন-ভাতা, কাজের পরিবেশ এবং নিরাপত্তা এসব প্রতিষ্ঠা না হলে মিডিয়া শিল্প এগোবে না। সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করাও এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, আয়োজিত অনুষ্ঠানগুলোর প্রচারে সাংবাদিকরা যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, বিনিময়ে অন্তত শ্রদ্ধা এবং ন্যায্য সম্মানী পাওয়া তাদের অধিকার। সাংবাদিকদের অবমূল্যায়ন হলে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনও বাধাগ্রস্ত হয়, যা সমাজ ও রাষ্ট্রের জন্য মোটেই সুখকর নয়।

সাংবাদিকদের দাবি, নিরাপদ কর্মপরিবেশ, প্রাতিষ্ঠানিক বেতন-ভাতা, আইনি সুরক্ষা এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করা। তাদের মতে, এসব বাস্তবায়ন হলে মিডিয়া আরও শক্তিশালী হবে, সমাজ আরও সচেতন হবে এবং গণতন্ত্র আরও সুসংহত হবে। সাংবাদিকরা শুধু খবর লেখেন না, তারা সত্যের ধারক বাহক। আর সেই সত্যকে শক্ত ভিত্তিতে দাঁড় করাতে হলে তাদের ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করতেই হবে।

Facebook Comments Box