মোঃ গোলাম আযম আছলাম, পিরোজপুর সংবাদদাতা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন–এর সাথে নেছারাবাদ উপজেলা শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার (২২ নভেম্বর) বেলা ১০টায় নেছারাবাদ মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় শিক্ষকদের (আংশিক) পক্ষ থেকে প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর স্থানীয় শিক্ষা ব্যবস্থা, শিক্ষক সমাজের ন্যায্য দাবি, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। শিক্ষক নেতৃবৃন্দ অভিযোগ করেন—দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈষম্যের কারণে দেশের শিক্ষক সমাজ উপেক্ষিত হয়ে আসছে। এসব সমস্যা সমাধান এবং শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অতীতে যেমন ইতিবাচক ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন,বমো: নজরুল ইসলাম খান, স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম ফরিদ, আলহাজ্ব কাজী কামাল হোসেন, মোঃ মইনুল হাসান, মোঃ হাফিজ সিকদার, মোঃ ওয়াহিদুজ্জামান (মানিক), মোঃ মেহেদী সরোয়ার, মোশতাক আহমেদ, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ জাহিদুল ইসলাম, নূর মোহাম্মদ, মোঃ এনামুল হক, মোঃ ফারুক হোসেন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম এবং মোঃ মাসুদ কবিরসহ শিক্ষক পরিবারের অসংখ্য সদস্য।
বক্তারা বলেন, দেশের শিক্ষা খাতকে আধুনিক ও মানসম্মত করতে হলে যোগ্য, শিক্ষাবান্ধব এবং জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। নেছারাবাদ-স্বরূপকাঠী অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা, শিক্ষকদের নিরাপত্তা ও প্রাপ্য সম্মান নিশ্চিত করতে প্রার্থী সোহেল মনজুর সুমনই উপযুক্ত ব্যক্তি বলে তারা মত দেন।
এসময় শিক্ষক সমাজ আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শিক্ষাবান্ধব প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

