
মোঃ স্বপন বেপারী, লৌহজং সংবাদদাতা:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মেদিনী মন্ডল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন শ্রমিক দলের নেতৃবৃন্দ। শনিবার দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও বাড়ি বাড়ি গিয়ে নেতারা ভোটারদের কাছে বিএনপির প্রতীক ধানের শীষে সমর্থন চান।
গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন লৌহজং উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আওলাদ হোসেন। এতে উপস্থিত ছিলেন মেদিনী মন্ডল ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, সাবেক ছাত্রদল নেতা এরশাদ হোসেন ইমন, শ্রমিক দলের কর্মী মুহিন, সফিকুল, জনি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতারা বলেন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সম্মানিত আহবায়ক, দুইবারের সাবেক এমপি, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং বিশিষ্ট দানবীর জননেতা মিজানুর রহমান সিনহার আশীর্বাদ নিয়ে লৌহজংয়ে আবারও উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট চাই।
এ সময় তারা জনগণের সমস্যার কথা শোনেন এবং আগামীর গণতান্ত্রিক আন্দোলনে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয়দের মধ্যেও গণসংযোগ কর্মসূচিকে ঘিরে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।