
মোঃ গোলাম আযম আছলাম, নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:
২২ নভেম্বর (শনিবার) নেছারাবাদ উপজেলার ৪নং আটঘর কুড়িয়ানা ইউনিয়নের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী। তিনি সুধী সমাবেশে বক্তৃতা প্রদান কালে বলেন, স্বাধীনতার পরে বিগত ৫৪ বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন নেতা-কর্মী হিন্দু ভাইবোনদের পরিবার বা ব্যবসা প্রতিষ্ঠান কোথাও কোন আক্রমণ করে নাই। যারা হিন্দু ভাই-বোনদেরকে নিজেদের ভোটব্যাঙ্ক মনে করতেন তারা তাদের পরিবর্তনের জন্য কোন কাজ করে নাই। তাকে যদি ভোট দিয়ে সংসদে পাঠানো হয় তাহলে তিনি প্রকল্পের কাজের পরিচিতি করে এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে সামনে রেখে জনগণের সামনে কাজের জবাবদিহিতার সুযোগ করে দিবেন। তিনি হিন্দুদের উদ্দেশ্য করে বলেন, আপনাদেরকে সংখ্যালঘুর মধ্যে আবদ্ধ করে রাখতে চাই না, আমরা সবাই বাংলাদেশী। মসজিদ যেমন পাহারা দিতে হয়না তেমনি মন্দিরও পাহারা দিতে হবেনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন- পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পিরোজপুর-২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা মো ছিদ্দিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর জনাব মো আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো আমির হোসেন খান।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পৌর সভাপতি মাওলানা মো জহিরুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো সাইদুর রহমান, মিডিয়া বিভাগের সভাপতি ও সমাজ কল্যান সেক্রেটারি মো গোলাম আযম আছলাম, কর্মপরিষদ সদস্য মো ইমরান হোসাইন, জলাবাড়ী ইউনিয়ন সভাপতি মো আবু সুফিয়ান, বাবু নারায়ণ চন্দ্র ডাকুয়া, বাবু সুরেশ মন্ডল, বাবু দিলিপ শিকদার বুলু, ইন্জিনিয়ার মো মাসুদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মো সোয়াইবুর রহমান, সভাপতিত্ব করেন মোঃ আঃ ছালাম আকন্দ। এরপরে কুরিয়ানা বাজার অফিস উদ্বোধন করেন।