মোঃ সাইফুল ইসলাম শান্ত, স্টাফ রিপোর্টার:
মেজর অব. সিনহাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়। টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ে সেই ঘটনার বিস্তারিত প্রকাশ করা হয়েছে।
৩৭৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড এবং অপর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে গত ২ জুন রায় দেন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের গঠিত হাইকোর্ট বেঞ্চ।