
আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অপরাধ নির্মুলে অক্টোবর/২০২৫ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সেরা নির্বাচিত অফিসারদের পুরস্কার প্রদান করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় ময়মনসিংহের পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ নভেম্বর/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ (ক্রাইম এন্ড অপস) মো. আশরাফুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের কাছ থেকে সুবিধা অসুবিধার কথা শোনে সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং কল্যাণ সভায় অক্টোবর ২০২৫ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত সেরা অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন সভার সভাপতি জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
পুরস্কার প্রাপ্তরা হলেন: সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল) শ্রেষ্ঠ সার্কেল অফিসার মোঃ মিজানুর রহমান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ধোবাউরা থানার ওসি মোঃ আল মামুন সরকার, শ্রেষ্ঠ এসআই ভালুকার মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ মোশারফ হোসেন, শ্রেষ্ঠ এএসআই কোতোয়ালী মডেল থানার এএসআই (নিরস্ত্র) মোঃ আলী হোসেন, শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার কোতোয়ালী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাকসুমুল হাসান খালিদ, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার কোতোয়ালি মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ জামালী, সর্বোচ্চ সংখ্যক পরোয়ানা নিষ্পত্তিকারী অফিসার ত্রিশাল থানার এএসআই (নিরস্ত্র) মোঃ মির্জা ওয়াসিম, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার ত্রিশাল থানার এএসআই (নিরস্ত্র) মোঃ আকরাম হোসেন, এবং সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: সদর ট্রাফিক এর টিএসআই মোঃ নুরুজ্জামান,
কল্যাণ সভায় জেলার সকল পুলিশ সদস্যদের কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম তার বক্তব্যে- জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সকল অফিসারদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মাহফুজা খাতুন অতিঃ পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ সোহরোয়ার্দী হোসেন,অতিঃ পুলিশ সুপার, গৌরীপুর সার্কেল দেবাশীষ কর্মকার,অতিঃ পুলিশ সুপার গফরগাঁও সার্কেল মনতোষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ফুলপুুর সার্কেল মোঃ মাকসুদুর রহমান, পুলিশ সুপার হালুয়াযট সার্কেল সাগর সরকার সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।