ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ২৬, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর সংবাদদাতা:

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কিশোরগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আসলাম মোল্লা।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মবিন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার হারুন অর রশীদ।

সভায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমীর মোঃ আমিনুল হক, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা কারিমুল্লাহ, হোসেনপুর উপজেলা মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের সমন্বয়ক ও দিনকাল প্রতিনিধি মো: রফিকুল ইসলাম, সকালের সময় প্রতিনিধি মিজানুল হক, লেখক ও কলামিস্ট এসএম মিজানুর রহমান মামুন, হোসেনপুর এনসিপি নেতা মো: জাকির হোসেন, জুলাই যোদ্ধা মোস্তাক আহমেদ রাব্বী প্রমুখ।

সাংবাদিকদের দাবীর প্রেক্ষিতে নিরাপত্তাসহ স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন, উপজেলার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন জেলা প্রশাসক।

এছাড়া মানবিক সহায়তার আওতায় দুঃস্থ ও অসহায়দের মাঝে কম্বল, ঢেউটিন, গৃহনির্মাণ মঞ্জুরি, নগদ অর্থের চেক, শুকনা খাবার, শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ করেন নবনিযুক্ত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লা।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা ও হোসেনপুর উপজেলার মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের সকল সাংবাদিক সদস্যগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box