আরিফ রববানী ময়মনসিংহ:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলার অন্যতম সংগঠক,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের মনোনয়ন প্রত্যাশী মানবাধিকার কর্মী, বিশিষ্ট আইনজীবি এডভোকেট এটিএম মাহবুব উল বলেছেন, কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালিত করলে নিজেকে যেমন পরিশুদ্ধ করা যাবে তেমনি সমাজে শান্তি বয়ে নিয়ে আসবে। তাই আমাদেরকে ইসলামের বিধানে জীবন পরিচালনার জন্য সচেষ্ট হতে হবে। তিনি বলেন-
কোরআন ও হাদিসের আলোকে জীবন চালাতে পারলেই আমরা ইহকাল ও পরকালে শান্তি লাভ করতে পারবো।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির বিজয় নিশ্চিত করণে ধারাবাহিক গণসংযোগের অংশ হিসাবে বুধবার (২৬নভেম্বর) রাতে উপজেলার চৌরাস্তা বাজার জামে মসজিদ ও নূরুল কুরআন মহিলা মাদ্রাসা আয়োজিত ঐতিহাসিক ইসলামি মহাসম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রধান কালে এসব কথা বলেন এডভোকেট এটিএম মাহবুব উল আলম। উক্ত ইসলামি মহাসম্মেলনে দেশবরেণ্য উলামায়ে কেরামগণ কোরআন ও হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান করেন।
এনসিপি নেতা এটিএম মাহবুব আরো বলেছেন, ইসলামের সংবিধান হলো মহাপবিত্র আল কোরআন। এটি কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য ইহকালীন ও পরকালীন মুক্তির পথপ্রদর্শক। মুসলিমদের জন্য রয়েছে আরেকটি বিধান সেটি হলো মহানবীর (স.) হাদিস। এই দুটিকে আঁকড়ে ধরতে পারলে পথভ্রষ্ট হওয়ার কোনও আশঙ্কা নেই। বরং, কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করতে পারলে পরকালে পুরস্কার হিসেবে রয়েছে চিরশান্তির জান্নাত।
তিনি বলেন, আমরা যদি নতুন প্রজন্মের মধ্যে ইসলামের আলো সঞ্চারিত করতে পারি তাহলে অবশ্যই তারা আদর্শ মানুষ হয়ে গড়ে উঠবে। তারা সব ধরনের অন্যায়-অনাচার, পাপাচার থেকে বিরত থাকার শিক্ষা পাবে এবং তারা আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হয়ে গড়ে উঠবে। আমরা গড়ে তুলতে পারব একটি সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ।
এডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেন, আমরা জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে একটি বৈষম্যহীম উন্নত-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নৈতিক, মানবিক, সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার বিকল্প নেই। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আগামী দিনে উন্নত সমৃদ্ধ আধুনিক ত্রিশাল উপহার দিতে সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করেন।

