কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে খাদে মাছ ধরতে গিয়ে
লিমন মিয়া (২৫) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। এবং এক জন আহত হয়েছে। ঘটনা ঘটছে শুক্রবার সকালে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ পূর্বচর পাড়াতলা গ্রামে।
নিহত লিমন উপজেলা লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ পূর্বচর পাড়াতলা গ্রামের কুদ্দুস মিয়ার একমাত্র ছেলে৷ এ আহত নাঈম মিয়া (২৪) এক এই এলাকার সেকান্দর মিয়ার ছেলে৷ সম্পর্কে তারা দুজন বন্ধু।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দুই বন্ধু মিলে বাড়ির পাশেই একটি গর্ত সেচ দিয়ে মাছ শিকারের জন্য যায়৷ বিদ্যুৎ চালিত একটি মটার পাম্প দিয়ে পানি সেচ করার সময় পানিতে বিদ্যুৎ ছড়িয়ে মুহুর্তে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ এক পর্যায়ে দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত লিমনের পিতা কুদ্দুস জানান, নয়মাস আগে সৌদি আরব থেকে দেশে এসে বিয়ে করেছিল ছেলে। স্ত্রী ছয়মাসের অন্তঃসত্ত্বা রয়েছে৷ সকালে দুই বন্ধু মাছ ধরতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

