ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ সদরের নতুন ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ৩০, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

আরিফ রববানী ময়মনসিংহ:
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন জান্নাতুল ফেরদৌস হ্যাপী।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ নিয়ে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি এর আগে তিনি নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে (এলএ, সার্টিফিকেট ও এসএ শাখা) দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

মাদক, সন্ত্রাস, যানজট, বাল্যবিবাহরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মুল করে ময়মনসিংহ সদর উপজেলাকে একটি আধুনিক ও মডেল এলাকা হিসাবে গড়ে তুলবেন এমন প্রত্যাশা সদরবাসীর।

উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী ৩৭তম বিসিএস ব্যাচ এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডার সার্ভিসে যোগ দেন। ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনকে দুর্ণীতিনুক্ত স্বচ্ছ ও জনবান্ধব জনপ্রশাসনকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় সরকারের উন্নয়ন মুলক কাজগুলোকে পৌছে দিতে
ও সদরের শিক্ষার মানোন্নয়নে কাজ করতে সকলের সহযোগীতা চান তিনি।

ইতিমধ্যে ময়মনসিংহ সদরে তাঁর যোগদানের খবরে উপজেলা প্রশাসনসহ সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও প্রত্যাশার সুর ছড়িয়ে পড়েছে। দায়িত্ব গ্রহণের পর তিনি সদর উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের স্বচ্ছ বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবেন বলে আশা করছে সদরবাসী।

জান্নাতুল ফেরদৌস হ্যাপির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে সহকর্মী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁর এই নতুন কর্মস্থলে ইউএনওর নেতৃত্বে ময়মনসিংহ সদরে সেবার মান আগামীতে আরও উন্নত হবে এবং নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে এমনটাই আশা পোষণ করছেন ময়মনসিংহ সদরবাসী।

Facebook Comments Box