আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন।
শনিবার(২৯ নভেম্বর) জেলা পুলিশ সুপার হিসেবে তিনিআনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় তাঁকে জেলা পুলিশ ময়মনসিংহের পক্ষ হতে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন,
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মাহফুজা খাতুন অতিঃ পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ সোহরোয়ার্দী হোসেন,অতিঃ পুলিশ সুপার, গৌরীপুর সার্কেল দেবাশীষ কর্মকার,অতিঃ পুলিশ সুপার গফরগাঁও সার্কেল মনতোষ বিশ্বাস, অতিঃপুলিশ সুপার ফুলপুুর সার্কেল মোঃ মাকসুদুর রহমান,পুলিশ সুপার হালুয়াযট সার্কেল সাগর সরকার সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার গ্রহণের পর নবাগত পুলিশ সুপার ময়মনসিংহ জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান দায়িত্ব গ্রহণের পর ময়মনসিংহ জেলা পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দক্ষতা,পেশাদারিত্ব ও জনগণের আস্থা অর্জনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান।
নবাগত এসপি’র যোগদানে জেলা পুলিশে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

