ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

মাউশির জরুরি নির্দেশনা

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ১, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সংগৃহীত:

সরকারি মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা বর্জনের পর সরকারি, বেসরকারি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক, নির্বাচনি, জুনিয়র বৃত্তি পরীক্ষা গ্রহণ ও সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর।

সোমবার (১ ডিসেম্বর) অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল সই করা নির্দেশনা সব আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়, পরীক্ষাগুলো গ্রহণে শিক্ষক-কর্মকর্তার কোনও প্রকার অনিয়ম পরিলক্ষিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে

 বিভিন্ন দাবিতে মাধ্যমিক শিক্ষকরা বার্ষিক পরীক্ষা গ্রহণ করেননি। শিক্ষক-কর্মচারীরা চার দফা দাবিতে আন্দোলন করছেন।

অধিদফতরের নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন মোতাবেক ২০ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ৭ ডিসেম্বর রবিবার পর্যন্ত বার্ষিক পরীক্ষা এবং ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনি পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ২৯ অক্টোবরের চিঠি মোতাবেক আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জুনিয়র বৃত্তি পরীক্ষা দেশব্যাপী সব সরকারি/বেসরকারি (নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্তর) শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানের সময়সূচি নির্ধারিত আছে। ওই সব পরীক্ষা কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

Facebook Comments Box