স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সদর উপজেলার ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে ৩২০০ জন কৃষককে বিনামূল্যে বোরো ধানের বীজ প্রদান করা হয়েছে।
রবিবার (৩০নভেম্বর) রবি মৌসুমে বোরো (হাইব্রিড) ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো (হাইব্রিড) বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক এনামুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মো. আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে সদর উপজেলা প্রশাসনের ব্রহ্মপুত্র হল রুমে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়রা বেগম সাথী। অনুষ্ঠানে সদর উপজেলার ১১টি ইউনিয়নের ৩২০০জন কৃষকের মধ্যে ২হাজার ৩শত জনকে ২ কেজি হাইব্রিড বীজ বাকী ৯শত কৃষককে ৫ কেজি করে উফসী বীজ,১০কেজি ডিএমপি স্যার,১০কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জোবায়রা বেগম সাথী জানান, উপজেলার ১১টি ইউনিয়নে মোট ২৩০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে ২ কেজি করে বোরো ধানের হাইব্রীড বীজ ও ৯০০ জনকে ৫ কেজি করে উফসী বীজ,১০কেজি ডিএমপি স্যার,১০কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

