স্টাফ রিপোর্টার:
দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খানের উদ্যোগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের পাইকপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর ) তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের পাইকপাড়া হোসাইনিয়া বাবুলউলুম মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দুই শতাধিক নারী ও পুরুষ মেডিসিন, হৃদরোগ, চর্ম, গাইনি ও স্ত্রীরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা পেয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম মিয়া বলেন, “মেডিকেল ক্যাম্পের কারণে জামায়াতের ভোট অনেক বেড়ে গেছে। এমনিতেই মানুষের মাঝে জামায়াতের জনপ্রিয়তা বেড়ে গেছে।”
ডা. কর্নেল জেহাদ খানের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবায় অংশগ্রহণ ডা. ফয়সাল আহমেদ
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন সুমন, তাড়াইল উপজেলা আমির হাবিবুর রহমান ভূইয়া ,তাড়াইল সাচাইল ইউনিয়ন সভাপতি মাওলানা আবু সাইদ, দিগদাইড় ইউনিয়ন সভাপতি শরিফুল ,ধলা ইউনিয়ন সভাপতি আব্দুল বাতেন, সাবেক সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক উপজেলা শিবিরের সভাপতি মাওলানা রবিউল ইসলাম।

