ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ভালুকাকে সমৃদ্ধ ও জনবান্ধব উপজেলা উপহার দিতে চান ইউএনও ফিরোজ হোসেন

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ৬, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:

ময়মনসিংহের ভালুকাকে একটি স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত উপজেলা হিসাবে গড়ার মাধ্যমে উন্নত সমৃদ্ধ জনবান্ধব জনপ্রশাসন হিসাবে উপজেলাবাসীকে উপহার দিতে চান উপজেলার নবাগত ইউএনও ফিরোজ হোসেন। গত ১ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব গ্রহণের পর ভালুকা উপজেলা প্রশাসনের ফেইসবুক পোস্টে তিনি ভালুকাবাসীকে এমন আশ্বাস প্রদান করেন। সেক্ষেত্রে তিনি সকলের সহযোগীতাও প্রত্যাশা করেছেন।

তিনি বলেন, আমি নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আপনাদের সামনে এই অঙ্গিকার করতে চাই, আপনাদের সহযোগিতার পেলে শুধু ময়মনসিংহ জেলার ভালুকাকে শ্রেষ্ঠ উপজেলা না, বাংলাদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা রোল মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। ময়মনসিংহের ভালুকায় সুধী সমাজের সঙ্গে পরামর্শ করে উপজেলার কার্যক্রমকে এগিয় নিতে চান নবাগত এই উপজেলা নির্বাহী অফিসার।

তিনি আরো বলেন, এ উপজেলার সকল দপ্তর সাধারণ মানুষের জন্য স্বচ্ছ, জনবান্ধব, গতিশীল ,দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে উপহার দিতে চাই। পাশাপাশি শান্তি-শৃঙ্খলা বজায় রাখাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করা হবে।

তিনি আরো বলেন, মাদক-জুয়া,যানজট, ফুটপাত অবৈধ দখলদার রোধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টে উপজেলার নানা সামাজিক ব্যাধি তুলে ধরেন উপজেলার বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা। পুর্বের উপজেলা নির্বাহী অফিসার নিরলস পরিশ্রম করে ভালুকার উন্নয়নে ভূমিকা রেখেছেন এমন মন্তব্য করেন অনেকে। ইউএনও সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টগুলো দেখেন এবং উপস্থাপিত সামাজিক ব্যাধি সমূহ থেকে উত্তরণ ও নিমূলে দূঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন একই সাথে আগের ইউএনও’র কার্যক্রম অনুসরণ করে এগিয়ে যাবেন এমনটাও অঙ্গীকার ব্যক্ত করেন।

অপর দিকে মাদক-জুয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি থেকে তরুণ প্রজন্মকে দুরে রাখতে নিয়মিত খেলাধুলায় আয়োজন করতে সবার প্রতি উদাত্ত আহবান জানান। যোগদানের পর থেকে এ জনপদের সহজ সরল মানুষগুলোর অভূতপূর্ব সাড়া ও সান্নিধ্য পেয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং কর্মজীবনের জন্য নতুন মাত্রা যোগ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি সর্বদায়- সকল সময়ে নিরপেক্ষ থেকে আইন ও বিধি-বিধানের আলোকে অর্পিত দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আশা পোষণ করেন সকলের ঐকান্তিক সম্মিলিত প্রচেষ্টায় ভালুকাকে আর এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন।

Facebook Comments Box