
সমর দিগন্ত ডেস্ক:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া তিন সন্তানের জননী জেসমিন আক্তার (৩০) এর গলা কাটা লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
রোববার (৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহত জেসমিন মান্দারকান্দি গ্রামের আবু হানিফের মেয়ে। ঘটনার পর স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পাকুন্দিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পাকুন্দিয়া থানার পুলিশ সূত্র জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য জেসমিনের স্বামী লিটন মিয়া ও তার ভাশুরের ছেলেকে আটক করা হয়েছে। তবে হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে চলমান আছে।
ঘটনার খবর পেয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে জেসমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের দাবি, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।