
আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) ময়মনসিংহ বিআরটিএ এর আয়োজনে পেশাদারী গাড়ী চালকদের নিয়ে ‘দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকা নগরীর নাসিরাবাদ দাখিল মাদ্রাসায় প্রাঙ্গণে ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার" এই শ্লোগানকে সামনে রেখে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এই সড়ক নিরাপত্তা বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালায় চালকদের প্রশিক্ষণ ও ভাইবা পরীক্ষা নেওয়া হয়।
কর্মশালায় সড়ক দূঘটনা রোধে গাড়ী চালকদের সর্তকতামুলক বিভিন্ন ধরনের বক্তব্যে প্রদানকালে দেশের স্বার্থে রোড সিগনাল, ট্রাফিক আইনসহ সকল নির্দেশনা মেনে চলাচল করার আহবান জানিয়ে গাড়ী নিয়ে বের হওয়ার পূর্বে যান্ত্রিক ক্রুটি আছে কি না তা ভাল করে দেখার পরামর্শ প্রদান করেন
বিআরটিএ ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ আবু নাঈম।
এসময় সড়ক দূঘর্টনা নিয়ন্ত্রন জান-মাল রক্ষা করে দেশ ও জাতির উন্নতি লক্ষ্যে নিয়ে চালকদের কাজ করার এবং ওভারটেকিং নিষিদ্ধ এলাকায়, রাস্তার বাঁকে, সরু ব্রীজে ওভারটেকিং না করার, গাড়ি চালনাকালে এয়ার ও মোবাইল ফোনে কথা না বলতে, গতিসীমা লংঘন ও অতিক্রম করে গাড়ি না চালানোর, ঘুম ঘুম ভাব ও একটানা ৫ ঘন্টার বেশি গাড়ি না চালানোর, বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি না চালানোসহ সিটবেল্ট বেধে গাড়ি চালানোর আহবান জানান তিনি। কর্মশালার সার্বিক ব্যবস্থাপনার ও প্রশিক্ষণ প্রদানের দায়িত্বে ছিলেন বিআরটি এর মোটরযান পরিদর্শক জহির উদ্দিন বাবর।
এসময় বিআরটিএ এর নির্দেশনা মোতাবেক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া আর কাউকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না বলে জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ আবু নাঈম বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই বাধ্যতামূলক প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে। তিনি জানান-আন্তর্জাতিক মানের লাইসেন্স দিতে এ প্রশিক্ষণ বাধ্যতামূলক।”
তিনি আরও জানান, দেশে সড়ক দুর্ঘটনার ৭৩ শতাংশই মোটরসাইকেলজনিত। তাই সড়কে নিরাপত্তার স্বার্থে বিআরটিএ অনুমোদিত মানসম্মত হেলমেট ব্যবহারের আহ্বান জানান তিনি।
এসময় তিনি সকলকে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন: চালকদের জন্য ট্রাফিক আইন, সিগন্যাল, লেন মেনে চলা এবং দুর্ঘটনা এড়ানোর কৌশল শেখানোসহ
পেশাগত দক্ষতা উন্নয়নে পেশাদার চালকদের জন্য উন্নত ড্রাইভিং কৌশল ও যান্ত্রিক জ্ঞান দেন এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন, স্মার্ট কার্ড এবং গাড়ির ফিটনেস সংক্রান্ত নিয়মাবলী জানান।
উল্লেখ্য: এই কর্মশালাগুলোতে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, রেজিস্ট্রেশন এবং ট্রাফিক আইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার মাধ্যমে চালকদের আইন মেনে চলতে ও নিরাপদে গাড়ি চালাতে উৎসাহিত করতে নিয়মিতভাবে পেশাজীবী চালকদের জন্য এই জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। এতে সড়কে নিরাপত্তা ও নিয়মকানুন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে চালকদের পেশাগত দক্ষতা বাড়িয়ে সড়কে দুর্ঘটনা প্রতিরোধে সক্ষম হয় চালকরা।