আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের ধোবাউড়ায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সাইফুর রহমান। সোমবার (০৮ ডিসেম্বর) বিকালে তিনি ধোবাউড়া উপজেলা পরিদর্শনে এসে এসব কার্যক্রমে অংশ নেন। এসময় উপজেলা প্রশাসন এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে টিনশিট এবং অসহায় গ্রামীণ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। পাশাপাশি বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।
কর্মসূচি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন জেলা প্রশাসক সাইফুর রহমান। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
একই দিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসক সাইফুর রহমান।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীরা আগামীর নতুন বাংলাদেশ গড়ার কারিগর।তাদের পড়াশোনা এগিয়ে নিতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে। অধ্যায়নের পাশাপাশি সৃজনশীল ও মানবিক কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেন তিনি।এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাট-বল, ভলিবল, ব্যাডমিন্টনসহ নানা ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

