মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপসহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কুলিয়ারচর উপজেলা কমিটির সভাপতি ডা. এম. হাবিল (হাবিল বাঙালি), সাধারণ সম্পাদক মো. হারিছ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ দীন ইসলাম, এনসিপি কুলিয়ারচর উপজেলা শাখার আহবায়ক মো. আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম (মুছা), মাধ্যমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি বীর কাশিমনগর এফ.ইউ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নূরুল আলম রাশিদ, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. নূরুল আলম, কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফারজানা আক্তার, সাংবাদিক মো. আলী সোহেল, সাংবাদিক শাহীন সুলতানা, সাংবাদিক মো. সবুজ মিয়া, সাংবাদিক মোছা. নিলুফা আক্তার নীলা, সাংবাদিক মাহিন আহম্মেদ, সাংবাদিক মো. আজিজুল ইসলাম, সাংবাদিক সজিব আহমেদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কমচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শীতার্ত এক দরিদ্র পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত দুইটি কম্বল ও শুকনো খাবার বিতরণ করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার।

