
দৈনিক সমর দিগন্ত ডেস্ক:
এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাকুন্দিয়া সরকারি কলেজের ছাত্রী সানজিদা আক্তার মাবিয়া ৮১.৭৫ নম্বর পেয়ে ময়মনসিংহ মেডিকেলে চান্স পেয়েছে।
সে পাকুন্দিয়া উপজেলাধীন হোসেন্দী মধ্যপাড়া গ্রামের মোঃ আবদুল মান্নান গেদুর মেয়ে। সে পাকুন্দিয়া পলিগ্যান স্কুল এন্ড কলেজ থেকে ৫ শ্রেণি সম্পন্ন করে হোসেন্দী শহীদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে A+ পায়। পরে পাকুন্দিয়া সরকারি কলেজে একাদশে ভর্তি হয়ে এইচএসসি পরীক্ষায় A+ পেয়ে উত্তীর্ণ হয়।
আজকে এমন ফলাফলে সানজিদা ও তার পরিবারের সবাই খুশি। এসএসসি পাস করার পর তার যে স্বপ্ন ছিল তা আজ পূরণ হতে চলেছে। সে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় হোসেন্দীবাসী তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।