আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) এর উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের তত্ত্বাবধানে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া (জয়নাল মার্কেট) বাবুলের বাজার ‘দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা’ ও এতিমখানায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতিমখানার শিক্ষার্থীদের উদ্দেশে পুনাকের সভানেত্রী বলেন, ‘পুনাক অসহায় মানুষকে সহযোগিতা করে আসছে। আমরা তোমাদের পাশে থাকবো।
ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ঝুমা নাসরিন এর সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতাতার এবং স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনার আশ্বাস দেন। পরে পুনাকের সভানেত্রী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মাহফুজা খাতুন, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল),এস এম হাসান ইস্রাফীল, সহকারী পুলিশ সুপার (এসএএফ), তাহমিনা আক্তার, ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল্লাহ, সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

