ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ২২, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী ময়মনসিংহ সংবাদদাতা:

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এবং বছরের শেষ দিন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২:৩০ ঘটিকায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে আয়োজিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক মতবিনিময় সভায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

সভায় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘বড়দিনের উৎসব সার্বজনীন। বড়দিনকে ঘিরে পুলিশ সতর্ক রয়েছে। পুলিশের যে সক্ষমতা রয়েছে, আমরা তা দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপন করতে পারবো।’

সভায় জানানো হয়, বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। কোন ব্যক্তি বা গোষ্ঠী বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে। গুজব প্রতিরোধে সাইবার মনিটরিং জোরদার করা হবে।

এছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ময়মনসিংহ জেলার সকল উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। কেউ উচ্চশব্দে গাড়ির হর্ন বাজালে বা বেপরোয়া গতিতে গাড়ি অথবা মোটরবাইক চালালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সভায় জেলার বিভিন্ন স্থানে গীর্জার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আয়োজকদের ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক নিয়োগ, পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইটের ব্যবস্থা রাখতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়।

সভায় উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ বড়দিনকে কেন্দ্র করে পুলিশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করে বলেন, সকলের সহযোগিতায় অন্যান্য বছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হবে।

এর আগে পুলিশ সুপার সভার শুরুতে উপস্থিত সকলকে বড়দিনের আন্তরিক শুভেচ্ছা জানান। পরবর্তীতে খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিগণ ‘বড়দিন-২০২৫’ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে তাদের মূল্যবান মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় পুলিশ সুপার ময়মনসিংহ জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে বড়দিন উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা পুলিশ কর্তৃক গৃহীত সার্বিক আইন-শৃঙ্খলা নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। তিনি উৎসবকে ঘিরে গির্জাগুলোতে স্বেচ্ছাসেবক নিয়োগের আহবান-সহ বড়দিন উদযাপন কমিটির করণীয় ও বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ আবদুললাহ্ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (এসএফ) তাহমিনা আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডিআইও-১,মোঃ সোহরোয়ার্দী হোসেন, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জসহ, খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং ময়মনসিংহ জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিগণ।

Facebook Comments Box