ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়, থানা পরিদর্শন

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ২২, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ তরিকুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) থেকে:

আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সকলের দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সোমবার মহম্মদপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহ: শাহনুর জামান। সভায় নির্বাচনপূর্ব প্রস্তুতি, ভোটকেন্দ্রসমূহের প্রয়োজনীয় সংস্কার, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের করণীয় ও বর্জনীয় বিষয়াদি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা প্রশাসক বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মহম্মদপুর থানা পরিদর্শন করেন। এ সময় তিনি নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box