
আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ শহরকে যানযট মুক্ত রাখতে যানজট নিরসনের লক্ষে জনস্বার্থে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) পদে দক্ষ ট্রাফিক নিয়ন্ত্রক গোলাম মওলাকে নিয়োগ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে শহরবাসীকে ভোগানো যানজট সমস্যা নিরসনে নতুন আশার সঞ্চার হয়েছে। জেলা শহর ময়মনসিংহে প্রতিদিনই বাড়ছে যানবাহনের চাপ। টি আই গোলাম মাওলার নিয়োগে নিয়োগে জেলার ইতিহাসে ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন মাইল ফলক তৈরী করবে বলে ময়মনসিংহবাসী আশা পোষণ করছে। তাদের মতে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মাওলার যোগানে ময়মনসিংহ জেলা ট্রাফিক বিভাগে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ইতিমধ্যেই ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) এডমিন হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ গোলাম মওলা।
সুত্র মতে-অপরিকল্পিত পার্কিং,ফুটপাত দখল,অবৈধ অটোরিকশা, সড়কে শৃঙ্খলার অভাব ও দুর্বল ব্যবস্থাপনার কারণে বিভিন্ন সময় নগরজীবন কার্যত স্থবির হয়ে পড়ে। এমন বাস্তবতায় নতুন ট্রাফিক নেতৃত্ব হিসেবে মোঃ গোলাম মওলার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল। ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পরপরই তিনি নগরীর গুরুত্বপূর্ণ মোড়,ব্যস্ত সড়ক ও যানজটপ্রবণ এলাকাগুলো পরিদর্শনের উদ্যোগ নিয়েছেন। আধুনিক ও শৃঙ্খলাভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
নগরবাসীর অভিমত,অতীতে যানজট নিরসনে নানা পরিকল্পনা ও আশ্বাস শোনা গেলেও বাস্তবে খুব বেশি পরিবর্তন আসেনি। ফলে নতুন ট্রাফিক ইনচার্জের ক্ষেত্রেও প্রত্যাশা রয়েছে, তবে সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটবে তাঁর কার্যক্রমের মাধ্যমেই—এমনটাই মনে করছেন তারা।
ময়মনসিংহবাসী এখন তাকিয়ে আছেন নতুন ট্রাফিক ইনচার্জের দিকে। শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার কার্যকর সমাধানে তিনি কতটা সফল হবেন—সেই প্রশ্নের উত্তর দেবে সময় ও তাঁর কর্মদক্ষতা। কারণ,শেষ পর্যন্ত কথা নয়, কর্মই হবে তাঁর আসল পরিচয়।
নিয়োগ প্রাপ্ত ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর গোলাম মাওলা বলেন, ময়মনসিংহ নগরীকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের এই যাত্রায় জেলার সকল জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, বিশেষ করে ময়মনসিংহের চড়পাড়া মোড়,ব্রীজ মোড়,নতুন বাজার এলাকা,গাঙ্গিনার পাড় মোড়, ঢাকা বাইপাস মোড়,শম্ভুগঞ্জ বাজার এলাকা সহ আশপাশের এলাকা যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের বিশেষ টিম কাজ করবে, কোতোয়ালী মডেল থানা থানা পুলিশকে সাথে নিয়ে আগামীতে ময়মনসিংহ নগরীকে যানজট মুক্ত শহর হিসেবে উপহার দিতে কাজ করবো ইনশাআল্লাহ।
ট্রাফিক পুলিশ নিয়োগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে স্থানীয়দের মাঝে স্বস্তি দেখা দেয়। ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবে সভাপতি আরিফ রেওগীর বলেন, ময়মনসিংহ বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল নগরীকে যানজট মুক্ত করণ। আজ সে প্রত্যাশা পূরণ করতে ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। আশা রাখবো নিয়োগ প্রাপ্ত ট্রাফিক পুলিশের মাধ্যমে নগরীর চড়পাড়া এলাকা,ব্রীজ মোড়,শম্ভুগঞ্জ বাজার, গাঙ্গিনার পাড় এলাকা,নতুন বাজার এলাকা যানজট মুক্ত হবে। তিনি জেলা পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নগর বিশ্লেষকদের মতে- ময়মনসিংহ যেহেতু অটোরিকশার যানজটের নগরী, রাস্তার প্রসস্থতা স্বল্প, জন দুর্ভোগ নিত্যদিনের সেক্ষেত্রে টিআই গোলাম মওলার চিন্তা চেতনায় সরাসরি নিরলস দায়িত্ব পালন ও নির্দেশ মনিটরিং তদারকিতে নগরীর নিত্যদিনের যানজট জন দুর্ভোগ অনেকাংশেই নিয়ন্ত্রণ সহ ট্রাফিক ব্যাবস্থার শৃঙ্খলার আরও উন্নতি ঘটবে এমন প্রত্যাশা তাদের।